এক বছর আগে টাকা জমা দিয়েও গ্যাস মেলেনি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/09/photo-1449666647.jpg)
২০ হাজারেরও বেশি গ্রাহকের কাছ থেকে এক বছর আগে টাকা জমা নিয়েও গ্যাস দিতে পারছে না কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতি।
তাদের অভিযোগ, গ্রাহকদের টাকা তারা কর্ণফুলী গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানির কাছে জমা দিলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলার কারণে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এতে গ্রাহকদের কাছে চাপের মুখে পড়েছেন তাঁরা।
গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে ঠিকাদার কল্যাণ সমিতি আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশন এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় বক্তারা বলেন, কর্ণফুলী গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলার কারণে টাকা জমা দেওয়া গ্রাহকদের গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় গ্যাস লাইনের জন্য টাকা জমা দেওয়া গ্রাহকদের দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না বলে জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নেসার আহমদ, সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লাহ হক, ওসমান গনিসহ সমিতির অন্য নেতারা।