চট্টগ্রামে বিজয়মেলা শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/10/photo-1449759866.jpg)
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বেলুন উড়িয়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্বালন করেন। পরে বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন অতিথিরা।
১ ডিসেম্বর থেকে মাসব্যাপী এ মেলা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।বিজয় শিখা প্রজ্বালনের মাধ্যমে ২৭তম এ বিজয়মেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী আশরাফুল ইসলা উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি।
এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের পৃষ্ঠপোষকতায় ডিসি হিলে শনিবার শুরু হচ্ছে আটদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ইসহাক মিয়া,মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সাহাব উদ্দিনসহ সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ জানান,আগামীতে ডিসি হিলের পাশাপাশি সিআরবিতে সম্প্রসারণ করা হবে বিজয় উৎসব। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এ উৎসবের উদ্বোধন করবেন। তবে আটদিনের স্মৃতিচারণা অনুষ্ঠানে বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে রাখা হয়নি।