চট্টগ্রামে প্রথমবারের মতো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/11/photo-1449848577.jpg)
চট্টগ্রামে প্রথমবারের মতো স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সাউদার্ন মিডিয়া কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী।
বিএসজেএর সভাপতি শাহনেওয়াজ রিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী।
সাউদার্ন মিডিয়া কাপে প্রায় ২০০ সাংবাদিক ১৮টি দলে অংশ নিচ্ছেন। সকালে নয়টি খেলা হয়েছে। যমুনা টিভি ও চট্টগ্রাম প্রতিদিন নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে।