চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে নূর মোহাম্মদ (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সহযোগী আকবর আলীকে (৩৯) কুপিয়ে আহত করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের হালিশহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে।
নূর মোহাম্মদ পেশায় জমি ব্যবসায়ী। জায়গা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজান কবির জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে নূর মোহাম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁর বাড়ির পাশেই একটি নির্জন স্থানে নিয়ে গুলি করে হত্যা করা হয় তাঁকে। এ সময় কুপিয়ে জখম করা হয় তাঁর সহযোগী আকবর আলীকে।
ওসি জানান, নূর মোহাম্মদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আকবর আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।