আকবরের প্রচারে নামলেন দাদা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/11/photo-1449851237.jpg)
এর আগের পৌরসভা নির্বাচনগুলোতে সরকারি প্রটোকলে ছিলেন তিনি। যুক্তিসঙ্গত কারণেই নিজ দলের সমর্থনের প্রার্থীদের পক্ষে মাঠে নামতে পারেননি। কিন্তু এবার বাস্তবতা ভিন্ন। নেই সরকারি পদ কিংবা প্রটোকলও। ফলে নেই নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাও।
ফলে যা হওয়ার তাই হলো। মাঠে নেমে গেলেন ‘দাদা’ দীপংকর তালুকদার। সঙ্গত কারণেই উজ্জীবিত রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জেলার নেতা-কর্মীদের কাছে দাদা হিসেবে পরিচিত।
এদিকে দীর্ঘদিন পর ভোটের মাঠে ‘দাদাকে’ পেয়ে জোর প্রচারণায় নামা কর্মীরাও ভীষণ উজ্জীবিত। বিষয়টি বেশ গুরুত্বসহকারেই দেখছেন রাঙামাটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরীও।
আকবর বলেন, ‘আমি খুবই খুশি এবং জয়ের ব্যাপারে আরো বেশি আশাবাদী হয়ে উঠেছি। দাদা দলের স্বার্থে, আমাদের সবার স্বার্থেই মাঠে নেমেছেন। এটা স্বাভাবিকভাবেই নেতা-কর্মীদের উজ্জীবিত করবে। আজ থেকে আমাদের প্রচারণা অন্য মোড় নেবে।’
আজ শুক্রবার সারা দিনই রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরী। এদিন তাঁর সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মাহবুবুর রহমান, আবদুল মতিন, মনসুর আলী, নিখিল কুমার চাকমা ছিলেন। ছিলেন শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতা-কর্মী।
ক্ষমতাসীন দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সবাই দাদা দীপংকর মাঠে নামায় ভীষণ খুশি। দীপংকরের মাঠে নামার কারণে ভোটের মাঠে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।