চট্টগ্রাম বন্দরে কানাডার হাইকমিশনার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/14/photo-1450042259.jpg)
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বিনোইট পিয়েরি গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর পরিদর্শন করেন। পুরোনো ছবি
বাংলাদেশের কৃষি জমির উর্বরতায় বৈচিত্র্য আনতে ইউরিয়ার পরিবর্তে পটাশ সার ব্যবহারের উপর জোর দিয়েছে সরকার। সে লক্ষ্যে কানাডা থেকে এক বছরে এক লাখ ৩২ হাজার মেট্রিক টন পটাশ সার আমদানি করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসব সারের খালাস প্রক্রিয়া সরেজমিনে দেখেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বিনোইট পিয়েরি আরামি। পরে তিনি বোটক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিনোইট পিয়েরি বলেন, গত অর্থবছরে বাংলাদেশ থেকে কানাডায় ১২০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। কানাডা থেকে ৭ কোটি ৮০ লাখ ডলারের পণ্য বাংলাদেশে আমদানি হয়েছে। এই বাণিজ্যিক সম্পর্ক আগামীতে আরো জোরদার করা হবে।