দেওয়ানগঞ্জে আ. লীগ সভাপতির বাসভবনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদারের বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দলের বিদ্রোহী মেয়র পদপ্রার্থীর সমর্থকরা।
স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার দেওয়ানগঞ্জের চিকাজানি এলাকায় আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী শাহনেওয়াজ শাহেনশার নির্বাচনী ক্যাম্পের পাশে দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র নূরুন্নবী অপুর ক্যাম্প স্থাপন নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে দুপুরে অপুর সমর্থকরা চিকাজানি মিয়াপাড়া এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদারের বাসভবনে হামলা চালায়। এ সময় তারা তিনটি মোটরসাইকেল ও বাসার গেট ভাঙচুর করে। ঘটনার সময় ইশতিয়াক হোসেন দিদার বাসায় ছিলেন না।
এ হামলার জন্য নূরুন্নবী অপুকে দায়ী করেছেন ইশতিয়াক হোসেন দিদার।
হামলার বিষয়ে জানতে নূরুন্নবী অপুর মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, হামলার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।