চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অব্যাহতির আদেশ
জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসানকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মাহাবুব হাসানের বিরুদ্ধে জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত এই আদেশ দেন।
রিট আবেদন পরিচালনা করেন হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। নিয়াজ অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষে হাইকোর্টের অ্যাডভোকেট সনদে স্বাক্ষর করেন নিয়াজ মুহাম্মদ মাহবুব।
নিয়াজ মুহাম্মদ মাহবুব এনটিভি অনলাইনকে বলেন, পাবলিক পরীক্ষা পরিচালনার নীতি অনুসারে কোনো শিক্ষকের ছেলেমেয়ে বা পোষ্য পরীক্ষার্থী থাকলে ওই শিক্ষক পরীক্ষা সংক্রান্ত কোনো দায়িত্ব পালন করতে পারেন না। অথচ সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসানের ছেলে এবারের জেএসসি পরীক্ষায় ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করে। রোল নম্বর ১৩০০৩৬। নাম মোস্তাবী হাসান। পাবলিক পরীক্ষায় প্রচলিত নিয়ম অনুসরণ না করায় মাহবুব হাসানকে (সহযোগী অধ্যাপক) প্রেষণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান বলেন, ‘আমরা হাইকোর্টের নির্দেশ এখনো পাইনি। তবে অভিযোগ ওঠার পর এরই মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব উপপরীক্ষা নিয়ন্ত্রককে দেওয়া হয়েছে।’