ক্ষমতায় গেলে ডা. মিলন ও নূর হোসেন হত্যার বিচার হবে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ডা. মিলন ও নূর হোসেন হত্যার তদন্ত ও বিচার দাবি করেছেন।
জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মিলন ও নূর হোসেন হত্যার তদন্ত করে বিচার করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নূর হোসেনকে কে বা কারা সাজিয়ে দিয়েছে, কে তাঁর বুকে-পিঠে লিখে দিয়েছে, তাদেরসহ পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে।’
বাসস জানায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সমবেত জনতার উদ্দেশে এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, দলীয় সংসদ সদস্য, পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতারাসহ অসংখ্য নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন।
এরশাদ বলেন, ‘৯০-এর পরে রাজনৈতিক কারণে শত সহস্র মানুষ জীবন হারালেও তাদের শহীদ বলা হয় না, তাঁদের নামে কোনো স্মৃতির মিনার বা চত্ত্বর হয় না। অথচ মিলন ও নূর হোসেন নিয়ে কত কথাই না বলা হয়।’
এরশাদ আরো বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমিই প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদের আত্মা তখনই শান্তি পাবে যখন দেশের মানুষ শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে এবং হিংসা-হানাহানি দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।’

অনলাইন ডেস্ক