জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক দুই আইনজীবীর মুক্তি
জঙ্গি তৎপরতায় অর্থায়নের অভিযোগে ঢাকায় আটক তিন আইনজীবীর মধ্যে দুজন জামিনে মুক্তি পেয়েছেন। তাঁরা হলেন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও মাহাফুজ চৌধুরী বাপন।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
গত ১৮ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী মামলা হয় তিন আইনজীবীর বিরুদ্ধে। গত সোমবার ও রোববার পৃথক মামলায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক নুরুল ইসলাম এ দুই আইনজীবীকে জামিন দেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারারক্ষক জাহেদুল আলম জানান, দুই আইনজীবীর জামিননামা সোমবার বিকেলে তাঁদের হাতে আসে। বিভিন্ন সংস্থার কাছে এ তথ্য জানানোর পর আজ সকাল ১০টা ৪০ মিনিটে তাঁদের মুক্তি দেওয়া হয়।