ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের গোকর্ণ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
নিহত তাহমিনা সুলতা রুমি (১৪) শহরের পাইকপাড়া এলাকার মো. সাঈদের মেয়ে। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, রুমি দুপুরে গোকর্ণ রোডের পাশে দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় শহর থেকে বাইপাস রোডগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, স্থানীয়রা ট্রাকটিকে থামিয়ে এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে।