পৌরসভা নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। সেটাই আমাদের কমিটমেন্ট।’
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সৈয়দপুরে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন যে আচরণবিধি ঠিক করে দিয়েছে, এ আচরণবিধি যাতে ঠিকমতো অনুসরণ করা হয়, সে ব্যাপারে আমরা আমাদের সব জেলা শাখা, আমাদের সব উপজেলা, যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, আমরা আমাদের এমপি-মিনিস্টার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং নেতাকর্মী... যেহেতু এটা দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, দলের সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, তিনি আমাদের দলের সভাপতি, তাঁর পক্ষ থেকে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি কোনো অবস্থাতেই দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করা যাবে না, ঠিক তেমনি নির্বাচনের যে আচরণবিধি নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে, সেটা যেন সবাই অক্ষরে অক্ষরে মেনে চলে।’
সেতুর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বছরের মে মাসে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ শুরু হবে।’
সেতুমন্ত্রী জানান, সৌদি আরবের অর্থায়নে এ সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে দরপত্র-সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৬ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তিনি জানান, এক হাজার ৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৪০ কোটি টাকা, যার মধ্যে পৌনে ৪০০ কোটি টাকা দেবে সৌদি আরব আর বাকিটা বাংলাদেশ।