মাদারীপুরে হত্যা মামলার দুই আসামির লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/18/photo-1450381669.jpg)
মাদারীপুরে আজিজুল সর্দার হত্যা মামলার অন্যতম দুই আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের মধ্য খোয়াজপুরের একটি ফসলের মাঠ থেকে ওই দুই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মধ্য খোয়াজপুর এলাকার একটি ফসলের মাঠে আজিজুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহ আলম মাতুব্বর (৫৫) ও আবু বক্কর হাওলাদারের (৫০) লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। উভয়ের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, লুটপাটসহ একাধিক মামলা আছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, উভয়েই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী দলের নেতা।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। শাহ আলম মাতুব্বর আর আবু বক্কর হাওলাদারকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এঁদের মাথায় ও শরীরে গুলির চিহ্ন আছে। তবে তাঁরা চরমপন্থী দলের কি না, সে বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
গত বছরের ৩১ আগস্ট মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার ব্যবসায়ী আজিজুল সর্দারকে রাতে ধরে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহ আলম মাতুব্বর ও আবু বক্কর হাওলাদারসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।