চায়ের দোকানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
জামালপুরের সরিষাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে আবদুল হানিফ নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় মোজাফফর হোসেন মোজা নামের একজন পায়ে গুলিবিদ্ধ হন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের কুঠিরহাট এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
নিহত আবদুল হানিফ ডোয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুঠিরহাট এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন আবদুল হানিফ। এ সময় মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাঁর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোজাফফর হোসেন মোজা নামের একজন পায়ে গুলিবিদ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।