চট্টগ্রামে পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/20/photo-1450548713.jpg)
পৌর নির্বাচনে সরকার ভোট জালিয়াতির চেষ্টা করলে তা যে কোনো মূল্যে প্রতিহত করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপি।
শুক্রবার রাতে নগরীর চট্টেশ্বরী এলাকায় মীর নাছির উদ্দিনের বাসায় পৌর নির্বাচন মনিটরিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনিটরিং সেলের সদস্য সচিব গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী ছাড়াও চট্টগ্রামের ১০ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীরা অংশ নেন।
সভায় আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নেতা-কর্মীদের ভোট চাওয়াসহ সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ভোট গণনা শেষ করে বিজয় ছিনিয়ে নেতা-কর্মীদের বাড়ি ফেরার আহ্বান জানান বিএনপি নেতারা।