বিএনপি ষড়যন্ত্র করলে খবর আছে, চাঁদপুরে মায়া
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/20/photo-1450610411.jpg)
পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র করলে খবর আছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের নিশি কোয়ার্টার এলাকায় জেলা মুক্তিযোদ্ধা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, পৌর নির্বাচনকে ইস্যু করে কিছু করার মতো অবস্থা বিএনপির নেই। মাজা ভাঙা মানুষ দিয়ে আন্দোলন হয় না। এরা শুধু নাশকতা আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। ষড়যন্ত্র করতে পারবে। এই দিয়ে বাংলাদেশে কেউ কোনো দিক দিয়ে সফল হতে পারে না। খালেদা জিয়াও পারবে না।’
পৌর নির্বাচনে আসার জন্য বিএনপির চেয়ারপারসনকে ধন্যবাদ দিয়ে মায়া বলেন, ষড়যন্ত্র করলে তাঁর কিন্তু খবর আছে। এরা সব সময় ফাঁকা আওয়াজ দেয়। এদের কোনো কাজ নেই। পুলিশ মারে, মানুষ মারে, গাড়িতে আগুন দেয়। জনগণ এদের কথা বিশ্বাস করে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে। জনগণ মাঠে নেমে গেছে। ভোট দেবে। একটা স্লোগান বাস্তবায়ন করতে চাই, সেটা হলো- ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’
এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।