‘বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করছে’
জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মিথ্যাচার করে বিএনপি জামালপুর পৌরসভা নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা করছে।
আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বলেন, ‘পৌর নির্বাচনের পরিবেশ সুন্দর ও উৎসবমুখর রয়েছে। এই উৎসবমুখর পরিবেশকে বিনষ্টের জন্য বিএনপি প্রার্থী নানা মিথ্যাচার করছেন। বিএনপি মিথ্যাচার করে নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি ও মানুষের ভোটাধিকার হরণের উপায় খুঁজছে।’
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।