সরিষাবাড়ীতে প্রচারের সময় সংঘর্ষ, দুই বিএনপিকর্মী গুলিবিদ্ধ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে পৌরসভার আরামনগর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ও বিএনপির কর্মী পাজিম। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজন হলেন শহীদ ও শাহীন। তাঁরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
সহকারী পুলিশ সুপার মো. ইউনুস মিয়া বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আরামনগর বাজারে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন সেলিমের সমর্থকরা প্রচারণা চালাচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা টাকা ছড়াচ্ছে—এমন অভিযোগ তুলে বিএনপির প্রার্থী ফয়জুল কবির তালুকদার শাহীনের সমর্থকরা তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা চালান। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন।
বিএনপির মেয়র পদপ্রার্থী ফয়জুল কবির তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকরা মিলে একযোগে তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাঁর দুই কর্মী গুলিবিদ্ধ হন বলে তিনি জানান।