সরিষাবাড়ীতে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে আহত মোজাফফর হোসেন মোজা মারা গেছেন।
আজ বুধবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, ‘আমরা শুনেছি ওই ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।’
এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের কুঠিরহাট এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে দুর্বৃত্তরা আবদুল হানিফ নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় মোজাফফর গুলিবিদ্ধ হন।
ওই দিন রাত ১০টায় পেটের বাঁ পাশে ও বাঁ ঊরুতে গুলিবিদ্ধ অবস্থায় মোজাফফরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।