মংলায় বসতঘরে অগ্নিকাণ্ড, দগ্ধ ১
বাগেরহাট মংলায় আগুনে পুড়ে গেছে এক দিনমজুরের বসতঘর। এ সময় অগ্নিদগ্ধ হয়েছে গৃহকর্ত্রী বুড়ি বেগম (৩৮)।
এলাকাবাসী জানায়, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মংলা শহরের মাদ্রাসা রোড এলাকায় দিনমজুর লোকমান হোসেনের রান্নাঘর থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে মুহূর্তেই ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দরিদ্র গৃহকর্তা লোকমানের এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া দুই মেয়ের বইপত্র পুড়ে যায়। দগ্ধ হন গৃহকর্ত্রী বুড়ি বেগম। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আগুনে পরিবারটির শেষ সম্বল ও থাকার জায়গা ভস্মীভূত হওয়ায় খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছে হচ্ছে তাদের। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় প্রশাসনের কেউই ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজখবর নেয়নি বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল ও গৃহ নির্মাণের জন্য টিনসহ নগদ অর্থ দেওয়া হবে।

আবু হোসাইন সুমন, মোংলা