প্রতিমন্ত্রী মির্জা আজম নির্বাচনে প্রভাব বিস্তার করছেন
জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন দাবি করেছেন, ‘পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুরে বসে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এতে নির্বাচন প্রভাবিত হচ্ছে।’
আজ শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র পদপ্রার্থী এ দাবি করেন। এ সময় তিনি অভিযোগ করেন, তাঁর পক্ষে প্রচারকাজে জড়িত ১০৬ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রতিদিনই বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের প্রচার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হয়রানি করা হচ্ছে।
এ ছাড়া পৌর নির্বাচনে স্থানীয় প্রশাসন পক্ষপাতিত্ব করছে এমন দাবি করে অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ‘মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ কর্মীদের নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির এ প্রার্থী নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহান, সাইদুর রহমান খোকা, শহিদুল হক খান দুলাল, মাওলানা মশিউর রহমান, শফিউর রহমান শফি ও মাইনুদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।