চট্টগ্রামে তিন জেএমবি আটক : সিএমপি
চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ (সিএমপি)। গতকাল শনিবার রাতে তাঁদের আটক করা হয়।
আটক তিনজন হলেন নয়ন, ফয়সাল ও রাসেল। তাঁদের সিএমপি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আটকের পর ওই তিনজনের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক এম কে ১১ বন্দুক, বোমা তৈরির সরঞ্জাম, ১৯০টি গুলি, সেনাবাহিনীর ১২টি জ্যাকেট, ১৪টি প্যান্টসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
সিএমপি সূত্রে জানা যায়, শনিবার রাতে নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে নয়নকে আটক করে পুলিশ। এর পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নগরীর একাধিক স্থান থেকে ফয়সাল ও রাসেলকে গ্রেপ্তার করে।
সিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার বাবুল আকতার জানান, ওই তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ দক্ষিণ পাহাড়তলীর হাজি ইসহাক ম্যানসন নামে একটি বাড়ির নিচতলায় অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে অভিযানে নামে। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে। ওই সময় সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, উপকমিশনার কুসুম কুমার দেওয়ানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।