রায়পুর পৌরসভায় বিএনপির প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী এ বি এম জিলানী। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
এ বি এম জিলানী জানান, আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ইসমাইল খোকনের ভাড়া করা সন্ত্রাসীরা অস্ত্রসহ বিভিন্ন কেন্দ্রে ঢুকে তাঁর সব এজেন্টকে বের করে দেয়। পরে সন্ত্রাসীরা নৌকা প্রতীকে সিল মারে। এ ছাড়া গত দুদিন তাঁকে বাসায় অবরুদ্ধ করে রাখে।
বিএনপির প্রার্থী অভিযোগ করেন, সকালে এক ঘণ্টা ভোট গ্রহণের পর আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন বাহার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফোরদৌসী বেগম মায়াকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।