বরগুনায় বিএডিসির গাড়িতে আগুন

বরগুনা সদর উপজেলায় কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অ্যাগ্রো সার্ভিস সেন্টারের গ্যারেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর ৪টার দিকে দেওয়া এই আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা একটি পিকআপ ভ্যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দুর্বৃত্তরা অ্যাগ্রো সার্ভিস সেন্টারের গ্যারেজে আগুন দিয়ে পালিয়ে যায়। লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় গ্যারেজে থাকা একটি পিকআপ ভ্যান পুরোপুরি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অ্যাগ্রো সার্ভিস সেন্টারের উপসহকারী পরিচালক সঞ্জয় হালদার জানান, যে গ্যারেজে গাড়িটি রাখা ছিল, সেখানে কিছুতেই দুর্ঘটনা ঘটার কথা নয়। তা ছাড়া গাড়ির ব্যাটারিও আগের দিন চার্জের জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছিল। তাই বাইরে থেকে কোনো দুর্বৃত্ত আগুন দিয়েছে বলে নিশ্চিত তিনি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, আগুন কীভাবে লেগেছে, কে বা কারা লাগিয়েছে, এসব বিষয় নিয়ে অনুসন্ধান চলছে। শিগগিরই প্রকৃত বিষয় জানা যাবে।