মনোহরদী বিদ্যালয়ে নতুন বই বিতরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/03/photo-1451784453.jpg)
নরসিংদীর মনোহরদী এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ ও মেধা সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টায় এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ডা. মানস রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সহসভাপতি ও এফবিসিসিআইর পরিচালক মনোয়ারা হাকিম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সহসভাপতি ও এফবিসিসিআইর পরিচালক মো. হেলাল উদ্দীন, মনোহরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী ভূমি কর্মকর্তা শামীম কিবরিয়া, আল-আরাফাহ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. একরামুল হক, এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ, সহকারী শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাসসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। এ সময় প্রধান অতিথি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের পরিবারকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে এফবিসিসিআইর পক্ষ থেকে ২০ জনকে সিঙ্গার সেলাই মেশিন ও ২০ জনকে বিউটিশিয়ান বক্স দেওয়া হয়।