বান্দরবানে নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের ছাত্রলীগের সংবর্ধনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/05/photo-1452014394.jpg)
বান্দরবানে ছাত্রলীগের উদ্যোগে পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রলীগ মঙ্গলবার বিকেলে এ সংবর্ধনা দেয়।
স্থানীয় রাজারমাঠ থেকে বিকেলে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ ও ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমা।
অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. ইসলাম বেবী, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামসহ আওয়ামী লীগ-সমর্থিত নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। নির্বাচিত পৌর মেয়র দুজনকে সম্মাননা ক্রেস্ট দেয় ছাত্রলীগ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশ, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ, জেলা ছাত্রলীগের সভাপতি কাওছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যশৈহ্লা বলেন, ‘ছাত্রলীগ নতুন কোনো ছাত্র সংগঠন নয়। যার জন্ম ১৯৪৮ সালের ৪ জানুয়ারি। অনেক ঘাত-প্রতিঘাত, আন্দোলন-সংগ্রাম পেরিয়ে ছাত্রদের শিক্ষা, শান্তি ও প্রগতির মধ্যে বিদ্যমান রয়েছে ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ধরে রেখে ছাত্ররা শিক্ষাঙ্গনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সম্প্রীতির বান্দরবানের শান্তি ও সম্প্রীতির বিনষ্ট করতে চাইলে ছাত্রলীগ তাদের প্রতিহত করবে। দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিক চর্চা এ দেশের মানুষকে দাবিয়ে রেখেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে পারছে সাধারণ মানুষ।
বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র ইসলাম বেবী বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকার জয়লাভ গণমানুষের জয়। পৌরবাসীদের বিজয়। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসীকে আওয়ামী লীগের সঙ্গে থাকতে আহ্বান জানান তিনি।
অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বান্দরবানে ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন।