কালকিনিতে রিটার্নিং কর্মকর্তা ও এনএসআই কর্মকর্তাদের প্রত্যাহার চায় আ.লীগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/05/photo-1452016602.jpg)
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা শাখার কর্মকর্তাদের প্রত্যাহার চেয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার রাতে কালকিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য ওই প্রত্যাহার জরুরি। তাঁরা রিটার্নিং কর্মকর্তা ও এনএসআই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক তাহমিনা সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরিদ সরদার, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বেলাল সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন পাশা প্রমুখ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সক্রিয় ছাত্রদল ক্যাডার ছিল। তাই তিনি এখানে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিশন সফল করতে কাজ করছে। এর আগেও তাঁর কর্মকাণ্ডে পক্ষপাতমূলক আচরণ পাওয়া গেছে। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তাঁকে প্রত্যাহার করা দরকার। এ ব্যাপারে ওপর মহলে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এনায়েত হোসেন হাওলাদার লিখিত আবেদন করেছেন।
এনএসআইয়ের মাদারীপুর জেলা শাখার কর্মকর্তাদের উদ্দেশে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমাদের সাবেক এমপি সৈয়দ আবুল হোসেন সাহেব অনেক ধনাঢ্য ব্যক্তি। তিনি এনএসআইয়ের মাদারীপুর জেলা শাখার কর্মকর্তাদের ম্যানেজ করে তাঁদের মাধ্যমে নির্বাচনে নৌকা প্রতীককে হারানোর লক্ষ্যে বিভিন্ন কৌশলে এজেন্ট বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। নির্বাচনে যেহেতু এনএসআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর তাঁদের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই। তাই নির্বাচন সুষ্ঠু করতে এনএসআইয়ের মাদারীপুর জেলা শাখার সব কর্মকর্তাদের পরিবর্তন চাই।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অভিযোগের ব্যাপারে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘রাজনীতিবিদরা অনেক কথাই বলে থাকেন। মূল বিষয় হল নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করা। আর আমি সে মতেই কাজ করছি।’
আর অভিযোগের পরিপ্রেক্ষিতে এনএসআইয়ের মাদারীপুর জেলা শাখার সহকারী পরিচালক মশিউর রহমান বলেন, ‘আমরা ওপর মহলের নির্দেশ ছাড়া কোনো কাজ করি না। আর পক্ষপাতিত্ব করা এনএসআইয়ের কাজ না। মূলত আমরা আমাদের রুটিন মতোই কাজ করছি।’