সারা দেশে খুশির জোয়ার
সারা দেশে এমনিতেই চাপা উত্তেজনা। রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে। কাজের জন্য, জীবনের তাগিদে বাইরে বের হলেও মনের মাঝে শান্তি যেন কোথাও ছিল আটকে। এর মাঝেই মাশরাফিদের সাফল্য সেই বাধা এক ঝটকায় সরিয়ে দিল। বাঁধভাঙা আনন্দের উপলক্ষ খুঁজে পেল দেশের মানুষ। ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় পুরো দেশ জেগে উঠল আনন্দের জোয়ারে।
ক্রিকেটারদের বীরত্বেই দেশের মানুষের এই উচ্ছ্বাস। আর স্বভাবসুলভ কারণেই আনন্দ ভাগাভাগি করে নিতে রাস্তায় নেমে এলো আবালবৃদ্ধবনিতা। মোটরসাইকেল শোভাযাত্রা, জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল আর রং মাখামাখি তো ছিলই।
যুবক-তরুণদের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনন্দের মাত্রাটা একটু বেশিই ছিল। সব ভেদাভেদ ভুলে বিজয় উদযাপনে এক কাতারে নামে সবাই। কিছুটা সময়ের জন্য পুরো দেশ এক হয়ে যায়।
অ্যাডিলেড ওভালে ৪৯তম ওভারে পেসার রুবেল হোসেন যখন দুই ইংলিশ ব্যাটসম্যান ব্রড আর জেমস অ্যান্ডারসনের স্টাম্প এলোমেলো করে দেন, তখনই উল্লাসে ফেটে পড়ে ক্রিকেটপ্রেমীরা।
টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণির মানুষও এক কাতারে শামিল হন। মুহূর্তেই যেন জনসমুদ্রে রূপ নেয় টিএসসি চত্বর।
ক্যাম্পাসের চারপাশ থেকে আনন্দ মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। খণ্ড খণ্ড এই মিছিলে ক্রিকেটপ্রেমীদের হাতে ছিল লাল-সবুজের জাতীয় পতাকা।
ঢাকঢোল পিটিয়ে, গায়ে রং মেখে, নেচেগেয়ে এই আনন্দ উদযাপন করেন তাঁরা। টিএসসির আনন্দ উদযাপন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও।
আবার কোথাও কোথাও রাস্তায় মোটরসাইকেল শোভাযাত্রা এবং পিকআপে করেও এই আনন্দ মিছিল করতে দেখা যায়। টিএসসির এমন চিত্র পুরো দেশেই ছিল।
আরিচ আহমেদ শাহ (চট্টগ্রাম) : শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ বিজয়ী হওয়ায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজয় মিছিল করেছে নানা শ্রেণি-পেশার মানুষ। আজ সোমবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড় এলাকায় চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। বিশাল জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে নগরীর কাজীর দেউড়িসহ আরো কয়েকটি এলাকায় বিজয় মিছিল বের করে কয়েকটি সংগঠন।
বিজয় মিছিলে অংশ নেওয়া লোকজন জাতীয় পতাকা, ঢোল, বাদ্য-বাজনা নিয়ে আনন্দ মিছিলে যোগ দেয়। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চেীধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনটিভি অনলাইনকে বলেন, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রীড়াজগতে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তাঁর জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান নগর আওয়ামী লীগের সভাপতি।
এ বি এম ফজলুর রহমান (পাবনা) : প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পাবনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দমিছিল করেছে।
খেলা শেষ হতেই পাবনার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মানুষ মিছিলকারীদের উৎসাহ দেন।

স্পোর্টস ডেস্ক