৫৮ মোবাইলফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
দীর্ঘ চেষ্টার পর প্রযুক্তির সহায়তায় বেহাত হওয়া ৫৮টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে খুলনার ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে খুলনায় এপিবিএনের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে এসব মোবাইলফোন হস্তান্তর করা হয়।
৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এম এম সালাহউদ্দীন উদ্ধারকৃত মোবাইলফোন হস্তান্তর অনুষ্ঠানে জানান, প্রতি মাসেই এপিবিএনের সাইবার ক্রাইম ইউনিট সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইলফোন উদ্ধার করে আসছে। এই মাসে ৫৮টি মোবাইলফোন উদ্ধার করা সম্ভব হয়েছে, যা আগের মাসের তুলনায় বেশি।
অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীন আরও জানান, হারানো মোবাইলফোন উদ্ধার ছাড়াও ৩ এপিবিএন সাইবার ক্রাইম ইউনিট বিকাশ প্রতারণা, সাইবার বুলিং ও নারীদের সাইবার স্পেসে শিকার হওয়া বিভিন্ন দুর্ঘটনার প্রতিকারমূলক আইনি সেবা প্রদান করে থাকে।
মোবাইলফোন ফিরে পেয়ে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। শিরোমণি এলাকা থেকে ফোন হারানো একজন ভুক্তভোগী বলেন, ‘দুই-তিন মাস আগে ফোনটা হারায় গেছিল। আলহামদুলিল্লাহ, ফোনটা আজকে পেয়ে নিজের কাছে অনুভূতিটা অনেক ভালো লাগছে। তিন আর্মড ব্যাটালিয়ন পুলিশকে অনেক অনেক ধন্যবাদ।’
মাগুরা থেকে আসা আরেক ভুক্তভোগী মোহাম্মদ পিকুল মিয়া বলেন, ‘একটা বাচ্চা হারিয়ে গেলে তাকে ফিরিয়ে ফেলে যেমন মানুষরা আনন্দিত হয়, আমি সেভাবেই আসলে খুশি। আশা করি ভবিষ্যতে এভাবে যদি প্রশাসন হারানো মালের জন্য করে, তাহলে মানুষের আস্থায় আরও ফিরে আসবে।’
এপিবিএন কর্মকর্তারা হারানো মোবাইলফোন উদ্ধারে দ্রুত থানায় জিডি করার এবং জিডির কপি এপিবিএনের সাইবার ইউনিটে সরবরাহ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক