চট্টগ্রামে পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/06/photo-1452082823.jpg)
চট্টগ্রামে পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কমপক্ষে এক মাস পেছানোর দাবিতে চট্টগ্রামের বিভিন্ন কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছেন। আজ বুধবার সকালে প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
১২ মাসের পরীক্ষা ছয় মাসে না নিয়ে কমপক্ষে আরো এক মাস পেছানোর দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে তাঁরা বলেন, ক্র্যাশ প্রোগ্রামের নামে অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিলেবাস অসমাপ্ত রেখে কেনোভাবেই পরীক্ষা দেওয়া যায় না। পরীক্ষা কমপক্ষে এক মাস পেছানো উচিত। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।