যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/07/photo-1452103475.jpg)
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদি গ্রামে তানিয়া বেগম (২৫) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় মামলা হলে পুলিশ বুধবার বিকেলে দেবর রেজাউল মৃধাকে গ্রেপ্তার করে।
স্থানীয়, হাসপাতাল, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের আবুল কাশেম হাওলাদারের মেয়ে তানিয়া বেগমের সঙ্গে কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদি গ্রামের কালাম মৃধার ছেলে লিটন মৃধার বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি সন্তানও হয়। বিয়ের সময় বরপক্ষ দুই লাখ টাকা যৌতুক নেয়। পরে তারা আরো দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এই টাকা দিতে না পারায় দেবর রেজাউল মৃধা, আজিজুল মৃধা, শাশুড়ি হিরন নেছা ও ননদ ডলি বেগম ওই গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। এরই জের ধরে সোমবার দুপুরে রান্না করার সময় তানিয়ার শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন। এ সময় তানিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে রক্ষা করে। পরে প্রতিবেশীরা চলে গেলে ওই গৃহবধূকে চিকিৎসা না দিয়ে ঘরের ভেতর তালাবদ্ধ করে আটকে রাখে।
গৃহবধূর পরিবারের লোকজন খবর পেলে তারা লোকজন নিয়ে তানিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কালকিনি থানায় মামলা হলে পুলিশ নিজ বাড়ি থেকে দেবর রেজাউল মৃধাকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূ তানিয়া বেগম বলেন, ‘যৌতুকের জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। আমি এর বিচার চাই।’
মাদারীপুর মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা বলেন, ‘ঘটনার কথা আমি শুনেছি। হাসপাতালে গিয়ে ওর খোঁজ-খবর নেওয়া হবে। তা ছাড়া ওকে সব ধরনের সহযোগিতা করা হবে।’