ইজতেমায় সৌদি মুসল্লির পাসপোর্ট চুরির চেষ্টা, কারাদণ্ড

বিশ্ব ইজতেমায় সৌদি আরবের এক মুসল্লির পাসপোর্ট ও টাকা চুরির চেষ্টাকালে আজ শনিবার সকালে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম আবদুল আজিজ (৩২)। তাঁর বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, শনিবার সকালে ইজতেমার বিদেশি নিবাসে ঢুকে এক সৌদি নাগরিকের পকেট থেকে পাসপোর্ট ও টাকা চুরির চেষ্টাকালে আবদুল আজিজ নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ আটক আবদুল আজিজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এদিকে ইজতেমা ও এর আশপাশের এলাকা থেকে শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত পকেটমার ও ছিনতাইসহ নানা অভিযোগে কয়েকজনকে আটক করেছেন পুলিশ ও র্যাবের সদস্যরা।