ঝিনাইদহে চিকিৎসক হত্যায় দুজন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/11/photo-1452519704.jpg)
ঝিনাইদহে হোমিও চিকিৎসক সমির মণ্ডল (৮৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত গভীর রাতে ঘটনার চার দিন পর তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার বিকেলে তাঁদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চায় পুলিশ। আদালত তাঁদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গ্রেপ্তারকৃত দুজন হলেন ঝিনাইদহ সদর উপজেলার নারয়ণপুর গ্রামের মো. মিলন হোসেন (২৭) ও একই উপজেলার রামনগর গ্রামের শফিকুল ইসলাম কাজল (২২)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিন করে রিমান্ডের আবেদন করেছিল। বিচারক দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ গ্রেপ্তারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় না জানালেও এলাকাবাসী জানিয়েছে, শফিকুল ছাত্র শিবিরের সদর উপজেলার গান্না ইউনিয়ন শাখার সেক্রেটারি এবং মিলন পেশায় কাপড় ব্যবসায়ী ও শিবির সমর্থক।
সদর উপজেলার বেলেখাল বাজারে নিজ চেম্বারে হোমিও চিকিৎসক সমির মণ্ডলকে দুর্বৃত্তরা গত ৭ জানুয়ারি বিকেল ৩টার দিকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই দিন রাতেই তাঁর ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও পরিবার জানায়, সমির ১৯৯৩ সালের দিকে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। তিন-চার বছর আগে তিনি আবারও ইসলাম ধর্ম গ্রহণ করেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, গুরুত্ব দিয়ে সমির হত্যার ঘটনা তদারক করা হচ্ছে। এরই মধ্যে ঢাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের দুজন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ঝিনাইদহে এসে অবস্থান করছেন। ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না- তা তাঁরা খতিয়ে দেখছেন।