বাইশারী বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/11/photo-1452534914.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ জাদি মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন মধ্যমচাকপাড়ার বাসিন্দা অংচাই চাক (১৫) ও চক্রা অং চাক (১৬)।
গত শুক্রবার (৮ জানুয়ারি) জাদি মন্দিরে হামলা ও বৌদ্ধ মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরের দিন শনিবার (৯ জানুয়ারি) সামাজিকভাবে সালিশ বৈঠকে বিষয়টির নিষ্পত্তি করা হয়। কিন্তু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বিচার মানতে রাজি হয়নি। পরে গতকাল সোমবার সদর ইউনিয়নের বাসিন্দা বামং চাক নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক, মুক্তিযোদ্ধা মংশৈপ্রু চৌধুরী, ধুংছাই মারমা, হেডম্যান মংছানু চাক, হেডম্যান মংথোয়াইহ্লা মারমা, জনসংহতি সমিতির নেতা মংনু মারমা, নিউহ্লামং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাইশারী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান দাবি করেন, গ্রেপ্তার দুই যুবক কয়েকদিন আগেই খ্রিস্টধর্মে দীক্ষা নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা হামলা ও মূর্তি ভাঙচুরের কথা স্বীকার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মূর্তি ভাঙচুর এবং হামলায় ঘটনায় মামলা করা হয়েছে। দুই যুবককে সেই মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।