ঝিনাইদহে গলা কাটা লাশ উদ্ধার, একজন আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/15/photo-1452870324.jpg)
ঝিনাইদহের শৈলকুপায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শাহিন শেখ (২৮)। তাঁর বাড়ি উপজেলার হাবিবপুর গ্রামে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরের কবিরপুর গ্রামের চাতালপট্টি বস্তি এলাকার শামছুদ্দীন ওরফে খটখটির বাড়ি থেকে শাহিনের লাশ উদ্ধার করে থানার পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের বন্ধু বাপ্পিকে (২৪) আটক করা হয়েছে।
পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন শাহিন। এদিনই রাতের কোনো একসময় বাপ্পিদের কবিরপুর চাতালপট্টি বস্তির বাড়িতেই শাহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে শাহিনের লাশ লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়।
ওসি আরো বলেন, ‘আজ সন্ধ্যার দিকে বাপ্পি অসংলগ্ন আচরণ করতে থাকেন। চিৎকার করে বলতে থাকেন, ‘আমাকে ফাঁসি দাও, আমি মানুষ খুন করেছি’।” এরপর স্থানীয় লোকজন বাপ্পিকে শৈলকুপা থানায় সোপর্দ করে। পুলিশ বাপ্পির স্বীকারোক্তি মোতাবেক লাশ উদ্ধার করে।
ওসি তোজাম্মেল জানান, শাহিনকে গলা কেটে ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।