পরীক্ষা-নিরীক্ষা কাজে লেগেছে : মাশরাফি
মাশরাফি বললেন, ‘বড় ধরনের জয় না হলেও কিছু পরীক্ষা-নিরীক্ষা কাজে লেগেছে।’ তিনি আরো বলেন, ‘বড় জয় না হলেও আমাদের অনেক অর্জন হয়েছে এ ম্যাচে।’
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাশরাফি। দিবারাত্রির ওই ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে চার উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
মাশরাফি বলেন, ‘সাকিব ছয় নম্বরে নেমে ভালো খেলেছে। আবার সাব্বির তিন নম্বরে নেমে দারুণ করেছে। মুশফিকও পাঁচ নম্বরে বেশ ভালো ব্যাটিং করেছে।’
খুলনার ছেলে নুরুল হাসান সোহানের প্রশংসা করেছেন মাশরাফি। উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা দেখিয়েছেন খুলনার এ তরুণ। ম্যাচের শেষ পর্যন্ত বেশ সফলতার সঙ্গে সাকিবকে সঙ্গ দিয়ে দল জিতিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।
আগামী ম্যাচে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাশরাফি।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা