ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাক কেড়ে নিয়েছে বাবা-ছেলের প্রাণ। আজ রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন এ দুজন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক কালাইলাল জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার বাসিন্দা রনি (৩৫) তাঁর ছোট ছেলে আবরারকে (৭) নিয়ে আশুগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সকাল ৯টার দিকে তাঁরা সুহিলপুরে পৌঁছার পর একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রনি ও আবরার নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাকটি আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কানাইলাল।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া