শাহজালালে সাড়ে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক বিভাগ।
গতকাল বৃহস্পতিবার রাতে দুটি পৃথক ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, মালয়েশিয়ার পতাকাবাহী বিমান (এমএইচ-১৯৬) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে দুটি সিটের নিচ থেকে ২৩ দশমিক ২ কিলোগ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
অন্যদিকে ব্যাংকক থেকে বিমানবন্দরে নামে রিজেন্ট এয়ারওয়েজের (আরএক্স-৭৮৭) ফ্লাইটটি। রাত সাড়ে ১০টায় সেই বিমানের টয়লেট থেকে আরো ২ দশমিক ৩ কিলোগ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আনুষ্ঠানিকতা শেষে এসব স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হবে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।

অনলাইন ডেস্ক