বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন শনিবার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/22/photo-1453481619.jpg)
বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠানের উদ্যোগে ‘আজ হাঁটবো, কাল দৌড়াবো’ স্লোগানে কাল শনিবার সকাল ৮টায় বান্দরবানের প্রথমবারের মতো এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার দুপুরে বান্দরবানের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যারাথন আয়োজনের নানা দিক তুলে ধরেন আয়োজকরা।
ম্যারাথন আয়োজক কমিটির সমন্বয়ক মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ এভারেস্ট একাডেমির পরিচালক মুসা ইব্রাহীম, নেপালের এভারেস্ট বিজয়ী লাল বাহাদুর, মিনিস্টার ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ কিবরিয়া, ফিফা রেফারি মোজাম্মেল হোসেন, এসএলসি ব্র্যান্ড অ্যাম্বাসাডর লুসা মির্জা, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এভারেস্ট একাডেমির পরিচালক মুসা ইব্রাহীম বলেন, জেলার রুমা উপজেলা সড়কের রামড়িপাড়া থেকে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন শুরু হবে শনিবার সকাল ৮টায়। ২১ দশমিক ১ কিলোমিটার পাহাড়ি পথ দৌড়ে অংশগ্রহণকারীরা বান্দরবান শহরের রাজারমাঠে এসে ম্যারাথন শেষ করবেন। এ প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগ থেকে বাছাই করা ৮০ জন রানার, পাঁচজন বিদেশিসহ আরো ২০ জন রানার এ স্কাই ম্যারাথনে অংশ নিচ্ছে। দেশের পর্যটন বিকাশে এবং বান্দরবানকে বিশ্বের দরবারে আরেক ধাপ এগিয়ে নিতে এই ম্যারাথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুসা ইব্রাহীম আরো জানান, এবার প্রথমবারের মতো স্কাই ম্যারাথন আয়োজন করা হয়েছে। তবে আগামীতে প্রতিবছরই এ ম্যারাথন আয়োজনের চিন্তাভাবনা রয়েছে। আগামীতে প্রতিযোগীর সংখ্যাও আরো অনেকগুণ বাড়বে। এ ছাড়া এরই মধ্যে উঁচু পাহাড়ে আরোহনে প্রশিক্ষণের জন্য বান্দরবানের পাহাড়কে বেছে নেওয়া হয়েছে। এখানে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
আয়োজক কমিটির সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন, সকালে ম্যারাথন উদ্বোধন করবেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।