আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে প্রথম ফিরোজ ও মেরুনা
বান্দরবানে ‘নীল সাগর গ্রুপ’ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে প্রথম হয়েছেন বরিশালের ফিরোজ খান (পুরুষ) এবং ঢাকার মেরুনা আক্তার (নারী)।
এ ছাড়া দৌড়ে পুরুষদের মধ্যে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ফরিদ (ময়মনসিংহ), তৃতীয় রফিকুল ইসলাম (ঢাকা)। এবং নারীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন আর্দুসা হেরিস তেরেসা (নেদারল্যান্ডস), তৃতীয় ইতি বেগম (যশোর)।
আজ শনিবার সকাল ৮টায় এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠানের উদ্যোগে ‘আজ হাঁটবো, কাল দৌড়াবো’ স্লোগানে বান্দরবানে প্রথমবারের মতো এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এভারেস্ট একাডেমির পরিচালক মুসা ইব্রাহীম বলেন, রুমা সড়কের রামড়িপাড়া থেকে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন শুরু হয়ে ২১ দশমিক ১ কিলোমিটার পাহাড়ি পথ দৌড়ে জেলা শহরের রাজার মাঠে এসে শেষ হয়।
ম্যারাথনে দেশের আটটি বিভাগ থেকে বাছাই করা ৮০ জন রানার, ছয়জন বিদেশিসহ স্থানীয় মিলিয়ে ২৫০ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন।
ম্যারাথন উদ্বোধন করেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান। বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজয়ীরা প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা পান। এ ছাড়া অংশগ্রহণকারী ৩০ জন পুরুষ এবং ১০ জন নারীকে পুরস্কৃত করা হবে।