সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর রবিউল (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফের হাতে আটক হন তিনি।
নিহত রবিউল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাতে জহুরপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকা দিয়ে রবিউল অবৈধভাবে গরু আনতে ভারতে প্রবেশ করেন। ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পের একটি টহল দল তাকে ভাগীরথী নদী থেকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তার মৃত্যুর খবর জানতে পারেন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রমজান আলী আজ রোববার জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে রবিউল গরু আনতে ভারতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন এবং পরবর্তীতে মারা যান। তার সঙ্গে আর কেউ ছিল কিনা তা জানা যায়নি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, রবিউলের পরিবার মরদেহ ফেরত পাওয়ার জন্য বিজিবি ক্যাম্পকে অনুরোধ জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আজ রোববার সন্ধ্যায় বিএসএফের সঙ্গে বিজিবির একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ বিজিবিকে জানিয়েছে, হাফ প্যান্ট পরা অবস্থায় ভাগীরথী নদী থেকে মুমূর্ষু অবস্থায় রবিউলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল এবং দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ভারতের জঙ্গিপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, নিহত রবিউল মৃগী রোগী ছিলেন বলে তার পরিবার দাবি করেছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ