অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ১১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/12/photo-1426149447.jpg)
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, পুটখালী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন নারী-পুরুষ অবৈধপথে ভারতে যাচ্ছে—এ খবর পেয়ে বিজিবির সদস্যরা পুটখালী সীমান্তের বালুর মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় চার নারী ও সাত পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি বরিশাল ও গোপালগঞ্জ জেলায়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানোর কথা রয়েছে।