নরসিংদীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/26/photo-1453754678.jpg)
নরসিংদীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে সোমবার। মেলা উপলক্ষে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভার।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়।
র্যালি ও মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক বেগম নীলুফার আহমেদ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসামরিক সচিব কর্নেল মাহবুবুর রশিদ, জনপ্রেক্ষিত বিষয়ক বিশেষজ্ঞ (এটুআই প্রোগ্রাম) নাইমুজ্জামান মুক্তা, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
উদ্বোধন শেষে মেলা উপভোগ করতে শত শত নারী-পুরুষ ও শিশু ভিড় জমিয়েছে। মেলায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রায় ৩০টি স্টল বসানো হয়েছে। এ ছাড়া ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, সেমিনার, ডিজিটাল সেন্টার, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।