আদার বস্তায় ২৬৬ লিটার চোলাই মদ!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/27/photo-1453915317.jpg)
খাগড়াছড়ি শহরে আজ বুধবার পিকআপ থেকে ২৬৬ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
খাগড়াছড়ি শহরে আজ বুধবার পিকআপ থেকে ২৬৬ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চোলাই মদ ব্যবসায়ী সুপন চাকমা ও গাড়ির চালক আজিম উদ্দিন।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে জেলার সদরের শাপলা চত্বর এলাকায় একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় আদা ভর্তি বস্তার ভেতর থেকে ২৬৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।