মাগুরায় শেষ হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা

মাগুরার ডিসি অফিস চত্বরে গতকাল বুধবার সন্ধ্যায় ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ছবি : এনটিভি
মাগুরায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিসি অফিস চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২০টি স্টল স্থাপন করা হয়। মেলায় সাধারণ মানুষকে ডিজিটাল সেবা সম্পর্কে তথ্য দেওয়া হয়। মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী এই মেলা গত সোমবার শুরু হয়েছিল।