দেশ সংকটে আছে, গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত : আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশ বর্তমানে সংকটে আছে। গণতন্ত্রের ভবিষ্যৎও অনিশ্চয়তার মধ্যে আছে। কখন কী হয় এ নিয়ে দেশের মানুষ আতঙ্কের মধ্যে আছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
বর্তমান সরকারের উদ্দেশে আসাদুজ্জামান রিপন বলেন, বর্তমান সরকারের নাম অন্তর্বর্তী সরকার। সরকারের কিছু সদস্য এবং উপদেষ্টা পাঁচশালা, দশশালা, বিশশালা পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। এই সরকারের কাজ নির্দিষ্ট মেয়াদেই শেষ করতে হবে। তাদের দায়িত্ব দ্রুত শেষ করে বিদায় নেওয়া উচিত।
চট্টগ্রাম বন্দরের বিষয়ে আসাদুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব শুধু নির্বাচিত সরকারের। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, সীমান্তের কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া, এগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।