গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ‘আমরা এক পরিচয়ে এক কণ্ঠে গোবিন্দগঞ্জবাসী’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার থানা চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আব্দুল মতিন মোল্লা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু রায়হান ও আব্দুর রাজ্জাক, যুব জামায়াত নেতা ওমর ফারুক, যুবদল নেতা মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাকসুদ রহমান, অয়ন সুলতান, ইমরান আকন্দ, মোস্তাকিন আহম্মেদ, শরিফ শুভ, আবু তাহের, স্বাধীন, আরিফ ও আব্দুল আউয়াল।
বক্তারা বলেন, গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটি বাস্তবায়নে অতিরিক্ত বিলম্ব করা হচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। অনতিবিলম্বে কার্যকর উদ্যোগ না নিলে গোবিন্দগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা