হাদিকে গুলির প্রতিবাদে বরিশালে মানববন্ধন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ছবি : এনটিভি
ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সর্বস্তরের জুলাইযোদ্ধাদের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শরীফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

আকতার ফারুক শাহিন, বরিশাল