গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় একটি গাছ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
সাভারের আশুলিয়ায় একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় জানা যায়নি। আনুমানিক বয়স ২১ বছর। পরনে প্যান্ট ও শার্ট ছিল। তাঁর গায়ে ধারালো অস্ত্রের আঘাত আছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই মেহগনি গাছসংলগ্ন একটি বাগানের পাতা ঝাড়ু দিতে গিয়ে গোয়াইলবাড়ী গ্রামের এক ব্যক্তি যুবকের মৃতদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

জাহিদুর রহমান