রিকশাকে বাসের ধাক্কা, নারী নিহত
ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় বাসচাপায় রিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই রিকশার চালক।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনার পরই সংক্ষুব্ধ স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের লৌহজং সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামছুজ্জামান বাবু বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শামসুজ্জামান আরো জানান, দুর্ঘটনার শিকার নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যে বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ